1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মব সৃষ্টির প্রতিবাদে কুমিল্লায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল - Dainik Cumilla
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
কুবি শিক্ষার্থীদের স্মারকলিপি: নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান নাঙ্গলকোটে গরু ঘাস খাওয়ার জেরে সন্ত্রাসী হামলা, ১০বাড়ি ভাংচুর চৌদ্দগ্রামে মব সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মব সৃষ্টির প্রতিবাদে কুমিল্লায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ব্রাহ্মণপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীর পানিতে ডুবে কিশোরের মৃত্যু সুবর্ণ মনে করে গ্রিন সিগন্যাল, নাঙ্গলকোটে থামল না চট্টলা, ৪ জন সাময়িক বরখাস্ত তিতাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল কুমিল্লায় জুলাই শহীদদের স্মরণে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নাঙ্গলকোটের বাঙ্গড্ডা এডুকেয়ার স্কুলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা

মব সৃষ্টির প্রতিবাদে কুমিল্লায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২ বার পঠিত

নেকবর হোসেন

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টি ও শিক্ষার পরিবেশ ধ্বংসের অপচেষ্টা এবং গোপন তৎপরতায় সক্রিয় সংগঠন কর্তৃক মব সৃষ্টির প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদল।

সোমবার (১৪ জুলাই) বিকেলে কুমিল্লা নগরীর রামঘাট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কান্দিরপাড়, মনোহরপুর, রাজগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে বর্তমান পরিস্থিতির প্রতিবাদ জানান।

বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গোপন সংগঠনের নামে একটি মহল পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনকে অশান্ত করার অপচেষ্টায় লিপ্ত। তারা সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে। ছাত্রদল এ ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে থেকে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে। সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফায়েজ রশীদ প্রিমু, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা ছাত্রদল নেতা সোলাইমান মুন্সি, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক রাসেল, ছাত্রদল নেতা সালাউদ্দিন রকি প্রমুখ।
বক্তারা আরও বলেন, একটি অশুভ শক্তি পরিকল্পিতভাবে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়। এই ষড়যন্ত্র রুখতে ছাত্রদলকে রাজপথে আরও ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD