নেকবর হোসেন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় দায়েরকৃত কয়েকটি মামলার আসামি কুমিল্লা মহানগরীর ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদকে মারধর করে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী।
কুমিল্লায় ওয়ার্ড আ.লীগ সভাপতি আব্দুল হামিদকে মারধর করে পুলিশে সোপর্দ
রবিবার (১৩ জুলাই) নগরীর ছোটরা পশ্চিমপাড়া এলাকায় তাকে আটক করে মারধর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই সময় বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আব্দুল হামিদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এছাড়া শেষ সময়ের ভিডিও ফুটেজ ও ছবিও পুলিশের কাছে রয়েছে। বেলা দুইটার দিকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।