নাঙ্গলকোট প্রতিনিধি:
নিত্য প্রয়োজনীয় পণ্য হোম ডেলিভারি দেয়া প্রতিষ্ঠান বাজার পাঠাই ডট কম” কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়ায় শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে বাজার পাঠাই ডট কম ঢালুয়া বাজার কার্যালয়ে বৃহস্পতিবার বিকালে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাজার পাঠাই ডট কম সিইও সাজ্জাদ হোসাইন রাহাতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিহর জামেয়া রহমানিয়া মাদরাসা মুহতামিম মাওলানা নুরুল আমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট বাজার কেন্দ্রীয় জামে মসজিদ খতিব মুফতি আলমগীর, হাসানপুর দারুল হিকমাহ মাদরাসা পরিচালক মাওলানা শরীফুল ইসলাম, ঢালুয়া সুমাইয়া (রাঃ) মহিলা মাদরাসা পরিচালক মুফতি আব্দুল কাদের, ঢালুয়া বাজার ব্যবসায়ী মাওলানা মোজাম্মেল হক।
এ সময় উপস্থিত ছিলেন বাজার পাঠাই ডট কম পরিচালক সাইফুর রহমান মিয়াজী, ব্যবসায়ী মুন্সুর আলম প্রমুখ।