শামীম রায়হান॥
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বৃহস্পতিবার(২৩ মার্চ) বিকেলে দাউদকান্দি উপজেলার পৌরসদরে আকস্মিক বাজার মনিটরিং করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো.মহিনুল হাসান ও মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা।
এসময় বাজারের বিভিন্ন দোকানে সরেজমিনে গিয়ে পরিদর্শন করেন এবং ভোগ্যপণ্যর মূল্য তালিকা নির্ধারণ করে দোকানের সামনে টানিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেন৷ উপজেলা নির্বাহী মো.মহিনুল হাসান বলেন, সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে পন্য বিক্রি করলে ঐসব অসাধু দোকানদারকে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷ যদি এর কোন প্রকার ব্যতয় ঘটলে দোকানিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার বার্তা দেন।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, মডেল থানার এসআই নাজমুল হুসেন ও এসআই নাজিম উদ্দীন প্রমূখ৷