স্টাফ রিপোর্টার।।
সাকলাইন এর যোবায়ের।। গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে কুমিল্লা কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে র্যালি ও যক্ষ্মা নির্মূল এবং নিয়ন্ত্রণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার সিভিল সার্জন ডাক্তার নাছিমা আকতার আরো উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন নিঃস্বর্গ মেহরাজ চৌধুরী, কুমিল্লা ঈশ্বর পাঠশালা স্কুলের প্রধান শিক্ষক আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেনারেল হাসপাতালে বিভিন্ন বিভাগের ডাক্তার নার্সবৃন্দ। এসময় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সিভিল সার্জন ডক্টর নাছিমা আকতার বলেন,যক্ষ্মা নির্মূলে ও যক্ষ্মা নিয়ন্ত্রণে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা বাড়াতে হবে। মসজিদের ইমাম এলাকার মেম্বার এবং জনপ্রতিনিধিদের এর সাথে সপৃততা রাখতে হবে। আগে যক্ষ্মাকে একটি কঠিন ভয়াবহ রোগ হিসেবে মানুষ ভাবা হত এখন আমরা যক্ষা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। আগে ভাবা হতো যক্ষা হলে রক্ষা নাই এখন এই ধারণা থেকে মানুষ বেরিয়ে আসছে যেহেতু যক্ষা একটি চলমান প্রক্রিয়া রোগ এটি একটি ছোঁয়াচে রোগ তাই যক্ষা দিবস একদিন নির্ভর কাজ না করে প্রতিদিনই আমাদের এ নিয়ে কাজ করতে হবে এবং যেহেতু যক্ষা রোগীর একজন থেকে আরেকজনে ছড়ায় এর জন্য আমাদের সচেতনতা বাড়াতে হবে।