বুড়িচং প্রতিনিধি:
আহলে সুন্নাত ওয়াল জামাত বুড়িচং উপজেলা আহবায়ক কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ জুলাই, শনিবার বিকেলে বুড়িচং নজরুলিয়া দরবার শরীফে অধ্যক্ষ মাওলানা মুফতি মোঃ আবুল হোসেন আল কাদরীর সভাপতিত্বে ও সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর উপস্থাপনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পীরজাদা মাওঃ শেখ সাদী আবদুল্লাহ সাদকপুরী, এডভোকেট মোঃ মজিবুর রহমান শাহপুরী, হাজী অহিদুর রহমান ভূঁইয়া, মাওঃ মোঃ মিজানুর রহমান তাহেরী, মোঃ আব্দুস ছাত্তার সাবেক মেম্বার, শাহজাদা মোঃ শাহরিয়ার কাইয়ুম দিপু, হাফেজ মোঃ সাইফুল ইসলাম, মোঃ রিফাত রেজা, মোঃ আবু সাইদ, মোঃ আঃ হান্নান রেজভী, মোঃ আতিকুর রহমান, ফারুক আহমেদ হৃদয় ও মোঃ আরিফ।
সভায় বুড়িচং উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যে বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক দুই জন, সদস্য সচিব সহ কমিটির আরো ৮/৯ জন সদস্য সর্বসম্মতিক্রমে সকল ব্যক্তি , দরবার শরীফ ও গ্রুপকে ঐক্যবদ্ধ করতে এবং সম্মিলিত ভাবে কাউন্সিল করার জন্য ৫ সদস্যের একটি উপ-কমিটি গঠন করে দেওয়া হয়। উক্ত কমিটি আগামী ১ মাসের মধ্যে তাদের দায়িত্ব পালন শেষে আহ্বায়ক কমিটির সহযোগিতায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।