ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়ার সংযোগস্থল বারেশ্বর চৌমুহনী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদারদের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।
গতকাল শনিবার (৫ জুলাই) দুপুরে তিনি সরেজমিনে বারেশ্বর এলাকায় গিয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ১৩ জন দোকানীকে মোট ২ লাখ ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
পরে তিনি তাঁর সমর্থিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এসময় অলুয়া এলাকার একটি জরাজীর্ণ সড়ক সংস্কারের জন্য স্থানীয় ইউপি সদস্যের হাতে নিজস্ব তহবিল থেকে নগদ ১ লাখ টাকার অনুদান তুলে দেন তিনি।
ব্যারিস্টার মামুন বলেন, আমি সবসময় চেষ্টা করি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে। বারেশ্বর চৌমুহনীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদাররা শুধু তাদের ব্যবসা নয়, স্বপ্নও হারিয়েছেন। একজন নাগরিক ও রাজনীতিবিদ হিসেবে এই সংকটে তাদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব বলে মনে করি। এটা কোনো দয়া নয়, এটি মানবিক কর্তব্য।”
তিনি আরও বলেন, ুরাজনীতি মানে ক্ষমতার লড়াই নয়, রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা। আমি রাজনীতিকে মানুষের সেবা করার মাধ্যম হিসেবে দেখি। তাই শুধু নির্বাচনের সময় নয়, সবসময়ই আমি চেষ্টা করি মানুষের সমস্যাগুলো কাছ থেকে দেখার এবং নিজের সামর্থ্য অনুযায়ী সমাধান করার। আজকে অলুয়া এলাকার জনগণের চলাচলের দুর্ভোগ দেখে রাস্তার সংস্কারে নগদ ১ লাখ টাকা অনুদান দিয়েছি। আগামীতে যদি জনগণ আমার পাশে থাকেন, তাহলে আরও বড় পরিসরে উন্নয়ন কর্মকাণ্ড হাতে নেওয়ার পরিকল্পনা আছে।”
এসময় তাঁর সঙ্গে ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. আকরাম হোসেন, সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক জিএস দিদারুল আলম ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মো. হাসান ভূঁইয়া, বিএনপি নেতা এমরান হোসেন মাস্টার, নাসির উদ্দিন ভূঁইয়া, জয়নাল হোসেন হাজারী, গাজী মো. ইসরাফিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়দের মধ্যে অনেকেই ব্যারিস্টার মামুনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও তাঁর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।