নেকবর হোসেন
জুলাই- আগস্ট গণ-অভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূর্তি পালন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুমিল্লা শাখার আয়োজনে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা জেলা ও মহানগর এর সার্বিক সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি এর আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১ টায় নগরীর টাউন হল ময়দানে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।
রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও কুমিল্লা সদর ু (৬) আসনের সাবেক সাংসদ হাজী আমিনুর রশিদ ইয়াছিন। এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির সদস্য ডা. রফিকুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ভিপি ওয়াসিম, যুগ্ম-আহ্বায়ক আমিরুজ্জ্বামান আমির, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা দক্ষিন জেলা ড্যাব এর সভাপতি ডা.এম এম হাসান, সাধারণ সম্পাদক ডা. জাকারিয়া।
মহানগর ড্যাবের সভাপতি ডা. তৌহিদুর রহমান সুমন, সাধারণ সম্পাদক ডা. আরিফ হায়দার।কুমিল্লা মেডিকেল কলেজ ড্যাব এর সভাপতি ডা. মিনহাজ তারেক, সাধারণ সম্পাদক ডা. শফিকুর রহমান। মহানগর বিপি এমপি এর সাধারণ সম্পাদক ও মহানগর ড্যাব এর যুগ্ম সম্পাদক ডা. রাসেল আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমন্ত্রিত সকল অতিথিরা আজকের এই রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি উদ্বোধন করেন।