স্টাফ রিপোর্টার।।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই আহসান হাবীব ও এএসআই লিমন বৃহস্পতিবার ২৩ মার্চ বিকেল ৪ টায় কালীর বাজার রাস্তার মাথায় ৩ জনকে ৩ টি প্লাস্টিকের বস্তা হাতে যাওয়ার সময় থামতে সংকেত পুলিশ। সংকেত অমান্য করে তারা বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায় । পুলিশ ধাওয়া দিয়ে একজনকে ধরে। তার নাম শাহ আলম(৩০), পিতা- মৃত আকবর, সাং- একবালিয়া, থানা- সদর দক্ষিণ, কুমিল্লা। তাকে আটক করে বস্তা ০৩ টি তল্লাশি করে প্রতি বস্তায় ১০ কেজি করে মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করেন। ধৃত আসামী সহ পলাতক একবালিয়ার লিটন ও জুয়েলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে। আগামীকাল আসামিকে আদালতে সোপর্দ করা হবে।