গোলাম হোসাইন তামজীদ।।
আজ ২২ মার্চ ২০২৩ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লার সবচেয়ে বড় পাইকারি বাজার চকবাজারে রমজান উপলক্ষে বিশেষ প্রচারণামূলক বাজার অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় হ্যান্ড মাইকের মাধ্যমে ব্যবসায়ী ও ভোক্তা সাধারণদের করণীয় ও পালনীয় বিষয়ে সচেতন করা হয়। বাজার কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। বাজারকে স্থিতিশীল রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়। অভিযানে অনুমোদনহীন পণ্য বিক্রির অভিযোগে মেসার্স শেরাটন এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা এবং অন্যায্য মূল্যে মুরগী বিক্রি করায় টিপু ব্রয়লার হাউজকে সতর্ক করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মোট দুটি প্রতিষ্ঠানকে সতর্ক করে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়। বেলা ১১টা থেকে সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ, কুমিল্লা দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ, চকবাজার পাইকারি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, চকবাজার দৈনিক ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।