1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় হাঁটু পানিতে ভর্তি পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

কুমিল্লায় হাঁটু পানিতে ভর্তি পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

  • প্রকাশিতঃ শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৯৬ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লায় হাঁটু পানিতে বেঞ্চে বসে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার সকাল ১১টায় ভিক্টোরিয়া সরকারি কলেজ ডিগ্রি শাখায় এমন চিত্র দেখা গেছে। পাশাপাশি শিক্ষকরাও হাঁটু পানিতে পরীক্ষার দায়িত্ব পালন করছেন। কলেজে ভর্তি পরীক্ষা দিয়েছেন ৪ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী।

নগরীর আরো ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে এ ভর্তি পরীক্ষা। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখার ১৪ হাজার ১৬০ শিক্ষার্থী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

ভর্তি পরীক্ষা দিতে আসা সামিয়া আক্তার বলেন, এটার জন্য কর্তৃপক্ষ দায়ী। আমরা হেল্পলাইন নাম্বারে ফোন করেও উনাদেরকে পাইনি। পরীক্ষার হলে আমরা হাঁটু সমান পানিতে পরীক্ষা দিয়েছি। কোনো কারণে যদি উত্তরপত্র পানিতে পড়ে যেত। তাহলে আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেত। উনারা ইচ্ছা করলে আমাদের পরীক্ষার হল রুমটি পরিবর্তন করে দিতে পারতো। কিন্তু তা করেনি।

ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে পরীক্ষা দিতে এসেছেন সাকিব আহমেদ বলেন, হাঁটু সমান পানিতে পরীক্ষা দিয়েছি। ভিক্টোরিয়া কলেজ পুরোটাই পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই পরিবেশে পরীক্ষা নেওয়াটা কর্তৃপক্ষের ঠিক হয়নি। উনারা ভেন্যু অথবা তারিখ পরিবর্তন করতে পারত।

পরীক্ষায় ডিউটিরত অবস্থায় কথা হয় একজন শিক্ষকের সাথে। তিনি বলেন, যে কয়েকটি হলে পানি উঠেছে। এগুলো ইচ্ছে করলে কর্তৃপক্ষ পাশাপাশি অন্য প্রতিষ্ঠানে দিতে পারতো। শিক্ষার্থীদের প্রবেশপত্র ও এমআর শিট ও উত্তরপত্র ঝুঁকিপূর্ণ ছিল।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুল মজিদ জানান, আমি উচ্চমাধ্যমিক শাখায় দায়িত্ব পালন করেছি। ডিগ্রি শাখায় পানি উঠেছে। ওখানে কোনো সমস্যা হয়েছে বলে মনে হয় না।
এই বিষয়ে জানতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশারকে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD