ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে বাল্য বিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতনসহ সামাজিক অবক্ষয় প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কলেজ মিলনায়তনে দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ ও ব্রাহ্মণপাড় প্রেসক্লাবের যৌথ আয়োজনে এ সভা করা হয়। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান।
মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের সম্পাদক ও প্রকাশক সৈয়দ আহাম্মদ লাভলু। ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ ফারুক আহাম্মেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কলেজের সহকারি অধ্যাপক আবদুল কুদ্দুস, মোঃ জয়দল হোসেন, জ্যেষ্ঠ প্রভাষক খালেকুর রহমান, প্রবাল কুমার দে, পারভীন আক্তার, মোহাম্মদ সফিউল্যাহ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক গাজী মোঃ রুবেল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ ঈমাম হোসেন, সদস্য মোঃ বাছির উদ্দিন, মোঃ সোহেল ইসলামসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। এসময় বক্তারা বলেন, বর্তমানে নারী শিক্ষার প্রধান বাঁধা হলো বাল্যবিবাহ।
এ বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের আরো বেশি সচেতন হতে হবে। যদি কোনো অপ্রাপ্ত বয়সের মেয়েদেকে বিবাহ দিতে বাধ্য করে তাহলে প্রশাসনকে জানালে আমরা তাৎক্ষনিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করব। এছাড়াও কলেজ ক্যাম্পাসের আশেপাশে যদি কোনো বহিরাগত এবং বখাটে ছেলে ঘুরাফেরা করে তাহলে ইউএনও অবগত করলে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে শাস্তির আওতায় আনা হবে।