নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় গত বছর ভয়াবহ বন্যায় সংবাদ সংগ্রহে বিরামহীনভাবে দায়িত্ব পালন করায় ১২ জন সাংবাদিককে সন্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় কুমিল্লা শহরতলীর হোটেল রোড স্টার রিসোর্টে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সন্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাবিনা ইয়াসমিন। এ বছর সন্মাননা প্রাপ্ত সাংবাদিকরা হচ্ছেন, দৈনিক সমকালের কুমিল্লা প্রতিনিধি মো. কামাল উদ্দিন, আবুল খায়ের (যুগান্তর), খালিদ সাইফুল্লাহ (এখন টিভি), রফিকুল ইসলাম খোকন চৌধুরী ( যমুনা টিভি), মহিউদ্দিন মোল্লা (বাংলাদেশ প্রতিদিন), আবদুর রহমান (প্রথম আলো), জাহিদুর রহমান (চ্যানেল ২৪), তানভীর দিপু (ইনডিপেনডেন্ট টিভি), মাহফুজ নান্টু (এনটিভি), মাসুদ আলম (এখন টিভি) ও ইসতিয়াক আহমেদ (সময় টিভি) ও জহিরুল হক বাবু (কালবেলা/আমাদের কুমিল্লা/কুমিল্লা নিউজ)।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা মুক্তার হোসেন, ডাঃ সফিকুল ইসলাম, ডাঃ রবিউল পাটোয়ারি রবি, হাবিবুর রহমান স্বপন, সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন নিলয় ও জিয়া উদ্দিন আয়ান প্রমুখ।
অনুষ্ঠানে কেক কাটা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কুমিল্লা জেলা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে সংগঠনের সদস্যরা অংশ নেন।