স্টাফ রিপোর্টার ।।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে নাট্যকলা ও চলচিত্র বিভাগ আয়োজিত অনুষ্ঠানে পুতুলনট্য প্রদর্শনীতে নাটক মুক্তিযোদ্ধা নুরচাঁন ডাকাত পরিবেশন করেন ক্যানভাস পাপেট থিয়েটার চট্টগ্রাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান, জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, কালেক্টরেট স্কুল ও কলেজের অধ্যক্ষ নারগিস খাঁন, সাবেক জেলা কালচারাল অফিসার বীর মুক্তিযোদ্ধা বশিরুল আনোয়ার, কবি নজরুল ইনস্টিটিউট এর কর্মকর্তা মোঃ আল আমিন, সাংবাদিক মোতাহের হোসেন মাহাবুব সহ প্রমুখ।
তিনটি প্রদর্শনী তে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করেন।