শামীম রায়হান ॥
কুমিল্লার দাউদকান্দিতে স্মার্ট লাইভষ্টক স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ, ২০২৩ উপলক্ষে স্কুল ফিডিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে দাউদকান্দি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এ অনুষ্ঠানটি জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বেগম মাহমুদা ভূইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদ আল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ এ এফ এম রকিবুল হাসান ভূঁইয়া, উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, এ কে এম ফজলুল হক, জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার প্রমুখ।