ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
বিএনপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে। বিএনপি একটি গনতান্ত্রিক দল। যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি গনতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করে গেছেন। আগামীদিনে বিএনপিকে জনগন রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। বিএনপি জনগনের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে। জনগন অতি দ্রুত একটি সুন্দর নির্বাচন চায়। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অতি দ্রুত নির্বাচন দিতে হবে।
(১১ মে) রবিবার কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, বিএনপি একটি গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন চায়। তাই অতি দ্রুত নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে। শশীদল ইউনিয়ন বিএনপির আয়োজনে শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
এতে শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোরশেদ আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু সুফিয়ান মিন্টু এর পরিচালনায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন। বিশেষ আলোচক হিসাবে বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহবায়ক হাজী জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক সারওয়ার জাহান দোলন, সদস্য যথাক্রমে সফিউল আলম রায়হান, ডাঃ নজরুল ইসলাম শাহীন, শাহ সুলতান খোকন।
এসময় মোঃ মোরশেদ আলমকে সভাপতি, মোঃ আবু সুফিয়ান মিন্টুকে সাধারণ সম্পাদক করে নব-নির্বাচিত ইউনিয়ন কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি। এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম খোকন, শাহ জাহান সাজু, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান, সদস্য সচিব মোঃ কবির আহাম্মেদ, শশীদল ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ মাহাবুব আলম, সদস্য সচিব সৌরভ সাগর ইউনুছ, শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদসহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।