নেকবর হোসেন
ঢাকা থেকে চট্রগ্রামগামী মেইল ট্রেন টু-ডাউন থেকে পড়ে আজির (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (১১ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম রেল পথের নাঙ্গলকোট বান্নাঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া গ্রামের এ.কে.এম হামিদুল ইসলামের ছেলে।
নাঙ্গলকোট রেল স্টেশন মাস্টার মো: জামাল হোসেন জানায়, সকাল সাড়ে ৮ টার সময় সংবাদ পান বান্নাঘর ১১৮/৫/৬ পিলারের সামনে এক যুবকের লাশ পড়ে আছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
লাকসাম রেলওয়ে (জিআরপি) থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানায়, সকাল সাড়ে ৮ টার দিকে জানতে পারেন, ঢাকা-থেকে চট্রগ্রাম মেইল টু-ডাউন ট্রেনের দরজা থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তার মুখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে লাকসাম জিআরপি থানায় রাখা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।