1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার দেবীদ্বারে ২ টি ডায়াগনোস্টিক সেন্টার সাময়িক বন্ধ - Dainik Cumilla
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ভারতীয় মোবাইল ও ডিসপ্লে জব্দ বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ কুমিল্লায় সুদের টাকা আদায়ে বৃদ্ধকে বেঁধে নির্যাতন, মূল হোতা আটক ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে ২ ব্যাক্তিকে কারাদণ্ড ব্রাহ্মণপাড়া ইউএনওর বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে অবৈধভাবে জগন্নাথদীঘির পানি আটকে রাখার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লায় নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ অনুষ্ঠিত ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবীতে নাঙ্গলকোটে মানববন্ধন দাউদকান্দিতে ইসলামি ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

কুমিল্লার দেবীদ্বারে ২ টি ডায়াগনোস্টিক সেন্টার সাময়িক বন্ধ

  • প্রকাশিতঃ শনিবার, ১০ মে, ২০২৫
  • ১২৪ বার পঠিত

দেবীদ্বার প্রতিনিধি:

কুমিল্লার দেবীদ্বারে নানান অনিয়ম, অব্যবস্থাপনা এবং দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার (৮ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালনায় অভিযান চালানো হয়। ডেপুটি সিভিল সার্জন ডা. সারোয়ার আকবরের নেতৃত্বে এই অভিযানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ স্বাস্থ্য বিভাগের একাধিক কর্মকর্তা অংশ নেন।

অভিযান চলাকালে ‘ড্রীম ডায়াগনেস্টিক সেন্টার’ এবং ‘গ্রীণ লাইফ মেডিকেল সার্ভিস’ নামক দুটি প্রতিষ্ঠানকে সাময়িকভাবে বন্ধ ঘোষিত করা হয়। উক্ত প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে অভিযোগ ছিল অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনা এবং অভিজ্ঞ টেকনিশিয়ান ও নার্স ছাড়া পরীক্ষা-নিরীক্ষা করার। বিশেষ করে, ‘গ্রীণ লাইফ মেডিকেল সার্ভিস’ এর একটি অভিযোগ ছিল, যেখানে ডিপ্লোমা ছাড়া এসএসসি পাশ টেকনিশিয়ান সাকিবুল হাসান পরীক্ষাগুলো পরিচালনা করছিলেন।

এছাড়া ‘দেবিদ্বার পপুলার ডায়গোনেস্টিক সেন্টার’-এ ডিপ্লোমাধারী টেকনিশিয়ানের অভাব দেখা গেছে, যার ফলে সেখানে এক্স-রে মেশিন বন্ধ করে দেওয়া হয়। প্রতিষ্ঠানটিকে সি-শ্রেণিভুক্ত করে হরমোন পরীক্ষা বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

অভিযানের সময় ‘মুন ডায়াগনেস্টিক সেন্টার এন্ড হাসপাতাল’, ‘দি দেবীদ্বার স্কোয়ার হসপিটাল’ এবং ‘দেবীদ্বার হাড়ভাঙ্গা (পঙ্গু) জেনারেল হাসপাতাল’-সহ অন্যান্য প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম দেখা যায়। এখানে মূল্য তালিকা বাংলা ভাষায় না থাকার, কাঠের আসবাব ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে সেবা প্রদানসহ নানা অসঙ্গতি রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর এসব প্রতিষ্ঠানে কাঠের বদলে স্টিলের আসবাব, কালার কোডেড বিন ব্যবহার, দক্ষ জনবল নিয়োগ এবং আউটডোর রেজিস্টার সংরক্ষণের নির্দেশনা দিয়েছে।

ডেপুটি সিভিল সার্জন ডা. সারোয়ার আকবর বলেন, অনেক প্রতিষ্ঠান কাগজে-কলমে শর্ত মানলেও বাস্তবে চিত্র ভিন্ন। জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমরা অনিয়ম রোধে কঠোর অবস্থানে রয়েছি।” তিনি আরও বলেন, ুশুধু প্রশাসনের নজরদারি নয়, সচেতন জনগণের সামাজিক প্রতিরোধই পারে স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে।” তিনি আশাবাদী যে, স্থানীয় স্বাস্থ্য প্রশাসনের সহযোগিতায় এই অভিযান নিয়মিতভাবে চলবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD