1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুবিতে আগামীকাল সাবজেক্ট চয়েসের শেষ সময় ; ১ জুলাই ক্লাস শুরু - Dainik Cumilla
রবিবার, ০৪ মে ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন

কুবিতে আগামীকাল সাবজেক্ট চয়েসের শেষ সময় ; ১ জুলাই ক্লাস শুরু

  • প্রকাশিতঃ রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৮ বার পঠিত

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ‘এ, বি ও সি’ ( বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসা শিক্ষা, কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন অনুষদ) ইউনিটের ভর্তি পরীক্ষার সাবজেক্ট চয়েসের শেষ সময় আগামীকাল সোমবার (৫ মে)। এছাড়া, আগামী ০১ জুলাই থেকে ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে।

রবিবার (৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘সাবজেক্ট চয়েসের শেষ সময় আগামীকাল। এরপর ৮ তারিখ একটি মিটিংয়ের মাধ্যমে ভর্তি কার্যক্রম এর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি, আগামী ০১ জুলাই থেকে ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে। ‘

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল (শনিবার) ‍‍দসি‍‍দ ইউনিটে ১২টি কেন্দ্র ৭ হাজার ৬৪৬জন পরিক্ষার্থী, ‍‍দএ‍‍দ ইউনিটে ৩০ টি কেন্দ্রে ২১ হাজার ৯৯৯জন পরিক্ষার্থী ও ২৫ এপ্রিল ‘বি’ ইউনিটে ২১ টি কেন্দ্রে ১৬ হাজার ৭৫৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে ‍‍দএ‍‍দ ইউনিটে পাসের হার ৩৪.০৫%, দসি‍‍দ ইউনিটে পাসের হার ৬৯.৭৫%, ‘বি’ ইউনিটে পাসের হার ৪৯.৭১ শতাংশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD