নাঙ্গলকোট প্রতিনিধি:
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগের হামলা ও পুলিশের গুলিতে বুক ঝাঁঝরা হওয়া শিক্ষার্র্থী তানজিদ হাসানের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শাখা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়ার নির্দেশে উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক ইসমাঈল হোসেন মজুমদার শনিবার বিকালে তানজিদের সাথে তার নিজ বাড়ি নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের গোপদুয়া গ্রামে গিয়ে সাক্ষাৎ করে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য আবু হানিফ মিয়া, ঢালুয়া ইউনিয়ন যুবদল নেতা কামাল হোসেন, আব্দুল হক, মোহাম্মদ মুরাদ, এয়াছিন, ওমর ফারুক, ইস্রাফিল, সোহাগ প্রমুখ।
নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক ইসমাঈল হোসেন মজুমদার জুলাই আন্দোলনে আহত তানজিদ হাসানের পরবর্তী চিকিৎসা কার্যক্রমে আর্থিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
বৈষম্য বিরোধী আন্দোলনে আহত তানজিদ হাসান বলেন, আমি গত জুলাই মাসের ১৯ তারিখ শুক্রবার দুপুরে ২টার দিকে প্রতিদিনের ন্যায় ঢাকার রায়েরবাগের মোজাহিদ নগর এলাকায় বাসা থেকে বের হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের খোঁজ খবর নিতে যাই। এসময় ভারি অস্ত্র হাতে ছাত্রলীগ নেতাকর্মী ও পুলিশ এসে ছাত্রদের ধাওয়া করলে আমি তাদেরকে আমাদের বাসার গেরেজে আশ্রয় দিয়ে সামনে গিয়ে গেইটের পাশে দাঁড়াই। তখন ছাত্রলীগ ও পুলিশ আমার উপর হামলা করে। এসময় খুব কাছ থেকে এক পুলিশ সদস্য আমাকে গুলি করলে আমার বুক ঝাঁঝরা হয়ে যায়, পেট পেটে যায় ও আমার বাম হাতের সব মাংস খসে পড়ে যায়। পরে আমার পরিচিত লোকজন আমাকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়, ১৭টি হাসপাতালে ঘুরে ভর্তি করাতে না পারায় রক্ত ক্ষরণে আমার শরীর রক্ত শূন্য হয়ে পড়ে। সর্বশেষ আমার এক মামার সহযোগীতায় আমাকে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে ৬ আগস্ট পর্যন্ত চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এসময় পুলিশ ও ছাত্রলীগের ভয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে আন্দোলনে আহত না দেখিয়ে ডায়াবেটিস এর রোগী হিসাবে ভর্তি দেখায়। ফলে আমি সরকারি চিকিৎসা ও আন্দোলন পরবর্তী সব ধরণের সহযোগীতা থেকে বঞ্চিত হই। আমার বাম হাতটিতে শরীরের বিভিন্ন স্থান থেকে মাংস এনে জোড়া দেয়া হলেও ৩টি আঙ্গুল এখনো অচল। সরকারের কাছে আবেদন জানাই আমিসহ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছে আমাদের সবার পরিপূর্ণ চিকিৎসার বিষয়ে যেন তারা দ্রুত প্রদক্ষেপ গ্রহণ করেন।