1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আসিফ মাহমুদের বিরুদ্ধে মিছিলের প্রতিবাদে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধীরা - Dainik Cumilla
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকার মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছিল বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লায় হাজী ইয়াছিনের নেতৃত্বে বিএনপির বিজয় মিছিল কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে শহীদের কবর জিয়ারত ও দোয়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কুবিতে আলোচনা সভা মুরাদনগরে গণঅভ্যুত্থানে নিহত পাঁচ শহীদের কবরে প্রশাসনের শ্রদ্ধা কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালী

আসিফ মাহমুদের বিরুদ্ধে মিছিলের প্রতিবাদে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধীরা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৮৪ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লার মুরাদনগর উপজেলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মানহানির জন্য স্বৈরাচারের দোসর এবং কুচক্রি মহল তার পদত্যাগের জন্য মিছিল করেছে। যার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুরাদনগর শাখার কোনো সদস্যের সম্পৃক্ততা নেই এমন দাবি করে সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার (১ মে) বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার পক্ষ থেকে এই নেক্কারজনক ঘটনায় তীব্র প্রতিবাদ এবং নিন্দা প্রকাশ করেন। সেই সঙ্গে ষড়যন্ত্রকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
তারা আরও বলেন, কুমিল্লার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই জানেন, এই জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বলিষ্ঠ নেতৃত্বে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি।
এছাড়া আরও বলেন, আপনাদের মনে থাকার কথা “লংমার্চ টু ঢাকা” এর কথা যেখানে ঐতিহাসিক একটি সিদ্ধান্ত ছিলো। “৬ তারিখ নয় ৫ তারিখেই হবে লংমার্চ টু ঢাকা”। এই ঘোষণাটি দিয়েছিল আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া।
আমরা সবাই বিশ্বাস করি সবার সম্মিলিত প্রচেষ্টায় দল, মত, ধর্ম নির্বিশেষে সবার অংশগ্রহণে যে অভ্যুত্থানের নতুন বাংলাদেশ হয়েছে। তার ধারাবাহিকতায় সকলের সহযোগিতা পাব।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক মোঃ সাকিব হোসাইন, সদস্য সচিব ইয়াসিন আরাফাত হিমু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, সিনিয়র সংগঠক বিল্লাল হোসেনসহ আরও অনেকে।
এদিকে, গতকাল রাতে ৯ টায় মুরাদনগর উপজেলার জেলা পরিষদ মার্কেটের সামনে সংবাদ সম্মেলন করে এ কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মুরাদনগর উপজেলার নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মুরাদনগর শাখার আহ্বায়ক মোঃ ওবায়দুল হক সিদ্দিকী, সদস্য সচিব আল মামুন ও মুখ্য সংগঠক আসিফ সরকার।
সংবাদ সম্মেলনে তারা বলেন, আমরা জানতে পেরেছি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ, ছাত্রলীগ এক হয়ে কায়কোবাদ সাহেব নিজের হীন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের টিসি দেওয়ার ভয় দেখিয়ে জোর করে মিছিলে নিয়ে আসেন।
উল্লেখ্য, গতকাল বুধবার বেলা তিনটার দিকে কুমিল্লা মুরাদনগরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি এ উপজেলায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD