খলিলুর রহমান।।
প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কুমিল্লার আটজন বিশিষ্ট ব্যক্তিকে “আপনজন সম্মাননা” স্মারক প্রদান করেছে কুমিল্লা সাংস্কৃতিক জোট। গতকাল (৩০ এপ্রিল) বিকাল ৫ টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড.নেয়ামত উল্যা ভূঁইয়া ।
যে ৮ জনকে আপনজন সম্মাননা স্মারক দেয়া হয়েছে, তাদের মধ্যে বর্ষসেরা সাংস্কৃতিক কর্মী হিসেবে সম্মাননা পেয়েছেন নাট্যকর্মী ও সংস্কৃতিজন মো:আশিকুর রহমান শিশির। রাজনীতিবিদ ও সংস্কৃতিসেবী হিসেবে উদবাতুল বারী আবু,প্রাচীন ঐতিহ্যে বিজয়পুর মৃৎশিল্প কুমিল্লা ,মানবিক উদ্যোগে সক্রিয় পত্রিকা দৈনিক কুমিল্লার কাগজ, সংগীতে সৈয়দা আফরোজা সুলতানা মিলি, বিদায়ী সভাপতি আবুল হাসানাত আজাদ, সাধারণ সম্পাদক কমল চন্দ খোকন ও বৈশাখ অবগাহন-১৪৩২ উদযাপন পর্ষদের আহ্বায়ক বেলায়েত হোসেন কনককে আপনজন সম্মাননা প্রদান করা হয়েছে ।