নেকবর হোসেন:
ফেসবুকে মানহানিকর লেখা প্রচারের অভিযোগ এনে এক কোটি টাকার মানহানি এবং হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। শাহিন আলম শাহিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে ওই অভিযোগ করা হয়। আদালত মামলাটি আমলে নিয়েছেন এবং দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে কুমিল্লার আমলি আদালতে মামলাটি দায়ের করেন দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার মো.. আবুল খায়ের।
এ তথ্য নিশ্চিত করে মামলার কৌঁসুলি অতিরিক্ত পিপি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন বলেন, শাহিন আলম শাহিন নামে একটি ফেসবুক আইডি থেকে আমার মোয়াক্কেল সাংবাদিক আবুল খায়েরের বিরুদ্ধে মানহানিকর কুরুচিপূর্ণ আপত্তিকর লেখা প্রকাশ করেছে। যা দেশের প্রচলিত আইন অনুসারে অপরাধযোগ্য।এক কোটি টাকার মানহানি হয়েছে মর্মে মামলা দায়ের করেছি। আদালত মামলাটি আমলে নিয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনার নেপথ্যে একটি চক্র কাজ করছে বলে অভিযোগ করা হয়। চক্রটি সাংবাদিক আবুল খায়েরের ওপর হামলা এবং তাকে হত্যার চেষ্টা করছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।