সংবাদ বিজ্ঞপ্তি
মুভমেন্ট ফর এ ফ্রি প্যালেস্টাইন' আয়োজিত 'ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন' উপলক্ষে
ফিলিস্তিনের পক্ষে এবং ইসরাইলের বিরুদ্ধে মহাসমাবেশ সফল ও যোগদান উপলক্ষে গাউছিয়া ইসলামিক মিশন, কুমিল্লার উদ্যোগে ২৩ এপ্রিল , বুধবার সন্ধ্যায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুর পশ্চিমপাড়া হযরত শাহসূফী ফকির আব্দুস সালাম (রহ:) মাজার, মসজিদ ও খানকা শরীফে সংগঠনের চেয়ারম্যান সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, মাওঃ মোঃ মিজানুর রহমান, হাফেজ মোঃ মোশাররফ হোসেন, মাওঃ মোঃ শাহিনুল ইসলাম,পীরজাদা মোঃ আবু কাউছার, মোঃ আরিফুর রহমান ও শাহিদুল ইসলাম প্রমুখ।
উক্ত সভায় আগামী ২৬ এপ্রিল,শনিবার ঢাকা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনে ইসরাইলী গণহত্যার প্রতিবাদে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফলকল্পে সর্বস্তরের শান্তিপ্রিয় বিবেকবান মানুষের যোগদানের জন্য আহ্বান করা হয়।
এছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাত,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, গাউসিয়া কমিটি বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনাসহ বিভিন্ন দরবারের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা, ফিলিস্তিনে ইসরাইলী বাহিনীর অব্যাহত গণহত্যার প্রতিবাদ জানাতে শান্তিপ্রিয় সুন্নি জনতা সহ সর্বস্তরের মানুষকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফল করার জন্য উদাত্ত আহবান জানিয়েছেন।