মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মোসা. ফাহিমা আক্তার লিমা (১৬) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। উপজেলার শিদলাই ইউনিয়নের লাড়ুচৌ এলাকায় মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার দাবি করেছে, তাকে হত্যা করা হয়েছে।
নিহতের মা সাহেনা বেগম ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
ফাহিমার বাবা মো. রিপন মিয়া ও মা সাহেনা বেগম এবং মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে তাদের মেয়ে ফাহিমাকে পার্শ্ববর্তী বাড়ির মো. কালন মিয়ার ছেলে মো. রাব্বির (২০) সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর থেকেই ফাহিমা, তার স্বামী রাব্বি এবং শ্বশুর-শাশুড়ির মধ্যে পারিবারিক নানা বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল।
ঘটনার দিন সকাল ১১টার দিকে হঠাৎ শ্বশুরবাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে তারা ছুটে যান। গিয়ে দেখতে পান, ফাহিমার স্বামী, শ্বশুর ও শাশুড়ি তার মাথায় পানি দিচ্ছেন। পরে রাব্বি মোটরসাইকেলে করে ফাহিমাকে শিদলাই বাজারের এক স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে চিকিৎসক ফাহিমাকে মৃত ঘোষণা করেন।
পরে মরদেহ বাড়ির উঠানে রেখে পালিয়ে যায় রাব্বি। স্বজনরা পুলিশে খবর দিলে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) অমরত্য মজুমদার বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাড়িতে কোনো লোকজন পাওয়া যায়নি।”
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।