নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার লাকসামে এনজিও সংস্থা আশা'র প্রযুক্তি সহায়তা সেবা প্রকল্প বাস্তবায়নে শাখা ব্যবস্থাপকদের নিয়ে দিনব্যাপী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) লাকসাম গ্রীন ক্যাসেল হোটেল এন্ড রেস্টুরেন্ট মিলনায়তনে আশা-কুমিল্লা (লাকসাম) জেলা শাখার ুএসএমএপি প্রকল্পের আওতায় টিএসএস (টেকনিক্যাল সাপোর্ট সার্ভিস) বাস্তবায়নে আয়োজিত শাখা ব্যবস্থাপকদের সভায় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ের উপ-পরিচালক (কৃষি) মোঃ খুরশীদ আলম ও কুমিল্লা বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মীর্জা সাইফুল ইসলাম।
আশা কুমিল্লা (লাকসাম) জেলার জেলা ব্যবস্থাপক বিনয় কৃষ্ণ রায়ের সভাপতিত্বে সভায় কুমিল্লা (লাকসাম) জেলার ২৬ জন শাখা ব্যবস্থাপক অংশগ্রহণ করেন।
সভায় প্রাণী সম্পদ বিষয়ে আলোচনা করেন, লাকসাম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কর্ণ চন্দ্র মল্লিক।
সভায় এসএমএপি প্রকল্পের আওতায় টেকনিক্যাল সাপোর্ট সার্ভিস (টিএসএস) নিয়ে বিশদ আলোচনা হয়। এছাড়াও আশা সদস্যদের কৃষি ঋণ (কৃষি, কৃষি যন্ত্রপাতি ও প্রাণী সম্পদ) প্রকল্পে ঋণ প্রদান ও সদস্যদের ঋণ দেওয়ার পর ৫ ধাপে প্রশিক্ষণ দানের বিষয়ে আলোচনা হয়।