নিজস্ব প্রতিনিধি:
ফিলিস্কিনের গাজায় বর্বর ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যা বন্ধের দাবিতে এবং বিশ্ব বিবেককে জাগ্রত করার লক্ষ্যে "মুভমেন্ট ফর এ ফ্রি প্যলেস্টাইন" এর পক্ষ থেকে আয়োজিত 'ম্যাস গ্যাদারিং ফর প্যালেসস্টাইন' কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ এবং অংশ গ্রহণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন গাউছিয়া ইসলামিক মিশন-কুমিল্লার চেয়ারম্যান ও সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।
তিনি এক প্রেস বিবৃতিতে আগামী ২৬ এপ্রিল, শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য 'ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন' এর সঙ্গে সংহতি প্রকাশ করেন। গণমাধ্যম প্রেরিত এক বিবৃতিতে তিনি সর্বস্তরের বিকেকবান মানুষকে উক্ত সমাবেশের প্রতি একাত্মতা প্রকাশ এবং অংশগ্রহণের আহ্বান জানান।
তিনি, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী যে বর্বরতা চালাচ্ছে, তা পৃথিবীর সমস্ত নৃশংসতার সীমা ছাড়িয়ে গেছে বলে উল্লেখ করে বলেন,বিশ্ব বিবেক যেন গণহত্যাকারীদের কাছে জিম্মি হয়ে পড়েছে। তিনি, বিশ্ব মুসলিমসহ সকল শান্তিপ্রিয় মানুষকে এ নৃশংসতা ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বিবৃতিতে গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির উল্লেখ করেন, অন্যায়ের প্রতিবাদ করা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। গাউছিয়া ইসলামিক মিশন, কুমিল্লা জাতীয় ও আর্ন্তজাতিক অভিন্ন ইস্যুতে সমর্থন ব্যক্ত করে আপামর জনগণকে উক্ত কর্মসূচিতে যোগদানের আহ্বান জানান।