কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
'গাউসিয়া কমিটি বাংলাদেশ’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মুহাম্মদ রায়হান ও সাধারণ সম্পাদক হয়েছেন সাইদুর রহমান। গত বুধবার (১৬ এপ্রিল) ৫৩ জন সদস্য বিশিষ্ট এ কমিটি জন্য ঘোষণা করা হয়।
এ ছাড়াও সিনিয়র সহ-সভাপতি হয়েছেনূ মো. আরমানূ মো. রকিব মোল্লাূ রিয়াজ উদ্দিন অপু ও জায়েদ হাসান। সহ-সভাপতি হয়েছেন নূর মোহাম্মদ ও মোহাম্মদ মেহেদী হাসান রেজা।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেনূ মো. লোকমান, আবু বক্কর সায়েম, আব্দুর রহমান সায়েম। সহ সাধারণ সম্পাদক হয়েছেনূ মোহাম্মদ আবু নাঈম, আনাস সোহেল, মোহাম্মদ সহেল, আরিফ হোসাইন, মোহাম্মদ হাসান গাজী।
সাংগঠনিক সম্পাদক হয়েছেনূ মো. মাঈনুল ইসলাম ও সহকারী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওবায়দুল হক। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেনূ তাহা উদ্দিন রাব্বি ও এল কে জুবায়েদ।
অর্থ সম্পাদক হয়েছেনূ মো. আমজাদ হোসাইন। সহকারী অর্থ সম্পাদক হয়েছেন মো. মহসিন চৌধুরি ও মো. মিজবাহ। প্রচার সম্পাদক হয়েছেনূ মিনহাজ উদ্দিন ও সহকারি প্রচার সম্পাদকূ মেজবাহ উদ্দিন আহমেদ, মো. হাসান আরিফ ও মোহাম্মদ মুনতাসির।
দপ্তর সম্পাদক হয়েছেনূ মো. ওমর হোসাইন মিশকাত ও সহ-দপ্তর সম্পাদক হয়েছেন আকিব উদ্দিন। প্রকাশনা সম্পাদক, মো. এবি সায়েম। দাওয়াতুল খায়ের হয়েজেন মারুফুর রহমান ও সহ দাওয়াতুল খায়ের সম্পাদক হয়েছেন মো. নিশাদুল। শিক্ষা ও গবেষণা সম্পাদক, মো. আকিবুল ইসলাম রকিব। সমাজকল্যাণ সম্পাদক, মো. মোশতাক ফয়েজী। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, আতিকুর রহমান। পরিবেশ বিষয়ক সম্পাদক, মো. ওমর সাদেক। তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফারদিন হোসাইন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. তাহমিদ। প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক আব্দুল হান্নান।
এ ছাড়াও হল প্রতিনিধি, আসাদুজ্জামান সৌরভ, হোসাইন বিন আলী। সিনিয়র সদস্যূ মো. নেজাম উদ্দিন, মো. এমরান হোসেন, হোসাইন বিন আলি, সৈয়দ রিজওয়ানুল হক রাকিব, রুবায়েত হাশেম। সদস্যূ আবরার আহমেদ আশরাফি, রকিবুল ইসলাম রাকিব, মো. ইশতিয়াক বিন ইউসুফ, মোরশেদ, দেওয়ান ইরফান আহমেদ ও মোহাম্মদ সাকিব।
উল্ল্যেখ্য, নতুন এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।