কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সামাজিক যোগাযোগ মাধ্যমে সনাতন ধর্ম নিয়ে কটুক্তির প্রতিবাদে ও দোষীর শাস্তির দাবিতে মানববন্ধন ও উপাচার্যের সাথে সাক্ষাৎ করেছে বিশ্ববিদ্যালয়ের সনাতনী সাধারণ শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় তারা ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘একদফা একদাবি, বহিষ্কার বহিষ্কার’, ‘ভার্সিটির এই সম্প্রীতি নষ্ট হতে দিব না’ ধর্ম নিয়ে নয় কটূক্তি, বজায় থাকুক সম্প্রীতি, সহ বিভিন্ন স্লোগান দেন মানববন্ধনে।
মানববন্ধনে পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অজয় দেব বর্মন বলেন, ‘আমরা ইতিপূর্বে দেখেছি এধরনের ধর্ম অবমাননার ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যেই সর্বোচ্চ বিচার হয়েছে। আমরা এধরনের ঘটনায় আমাদের এক দফা এক দাবি আমরা বহিষ্কার চাই এবং আমরা যথোপযুক্ত ন্যায়ের বিচার চাই। আমরা কখনোই চাই না কোন সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য দিতে কিংবা পরিবেশ অস্থিতিশীল করতে, আমরা চাই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী একসাথে মিলেমিশে থাকতে।’
আইন বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী সজিব বিশ্বাস বলেন, ‘আব্দুর রহমানের নামের ছেলেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এ একটি ভিত্তিহীন ভিডিও শেয়ার করে হিন্দু ধর্ম নিয়ে এমন কুরুচিপূর্ণ ভাষায় আমাদের হিন্দু ধর্ম নিয়ে লিখে যা ভাষায় প্রকাশ করার মত না। একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীই হয়ে যে ব্যক্তি কোন ধর্ম নিয়ে এত কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারে তার বিশ্ববিদ্যালয়ে থাকার কোন প্রয়োজন আমি মনে করি না। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে মানব ধর্মকে উঁচু করে দেখবে সে হবে অসাম্প্রদায়িক চেতনার আমার বুঝে আসে না সে কীভাবে কোন ধর্মকে নীচু করে দেখে।’
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘আমরা অভিযুক্তের বক্তব্য শুনেছি এবং অভিযোগের সত্যতা পেয়েছি বিষয়টি এখন শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হয়েছে। তবে ভর্তি পরীক্ষা জনিত ব্যস্ততার কারণে আমরা বিষয়টি নিয়ে এই মাসের ২৮ তারিখের পর বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সিদ্ধান্ত নিবো।’
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আব্দুর রহমানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, ুযে কোনও ধর্মীয় বিদ্বেষমূলক আচরণ কুবির মত একটি অসাম্প্রদায়িক প্রতিষ্ঠানে কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান সনাতন ধর্ম সম্পর্কে কটূক্তি করেন। তার ওই মন্তব্য শিক্ষার্থীদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।