নেকবর হোসেন
কুমিল্লা সিলেট আঞ্চলিক মহা সড়কের দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকায় ট্রাক চাপায় আব্দুল্লাহ (২২) নামে এক যুবক নিহত হয়েছে
শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১২টায় জাফরগঞ্জ গঙ্গামন্ডল রাজ ইন্সটিটিউটের সামনে ওই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল্লাহ দেবিদ্বার উপজেলার শাকতলা ভূইয়া বাড়ির আব্দুল আওয়াল ভূইয়ার বড় ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানায়,দেবিদ্বারগামী একটি পালসার ১৫০সিসি নাম্বার বিহিন মোটরসাইকেলকে কুমিল্লাগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই চালক আব্দুল্লাহ নিহত হয় এবং পিছনে বসা একজন আহত হয়। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে।
পরে মিরপুর হাইওয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
নিহতের ছোট ভাই আবু বকর ভূইয়া জানায়, সকালে বাড়ি থেকে খালার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুরে যাওয়ার কথা বলে বের হয়, পরে শুনি ভাই এক্সিডেন্ট করেছে, খালার বাড়ি থেকে আসার পথে এই দুর্ঘটনাটি হয়।
এ দিকে নিহত আব্দুল্লাহর পরিবারে বইছে শোকের মাতমপরিবারের বড় ছেলেকে হারিয়ে দিশেহারা এই পরিবারটি।নিহত আব্দুল্লাহর ৪বছরের একটি ছেলে সন্তান রয়েছে।কয়েকমাস পরেই বিদেশে যাওয়ার কথা ছিলো তার।
নিহত আব্দুল্লাহর স্ত্রী হায়াতী আক্তার জানান, ৪বছর আগে ভালোবেসে আমাদের বিয়ে হয় আমাদের একটা ৪বছরের ছেলে সন্তান ওমর ভূইয়া আছে। আমাদের এখন কী হবে।
এ ব্যাপারে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পাজভেজ আলী বলেন, দুর্ঘটনার পরে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি, এবং ঘাতক ট্রাকটি আটক করি, মেডিকেল রিপোর্টের জন্য লাশ হাসপাতালে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয়েছে, ওখান থেকে পরিবারের কাছে দেয়া হবে, এবং আমরা ঘাতক ট্রাকের বিরুদ্ধে মামলা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।