1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লা আইনজীবী সহকারী সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রায়হান-সাইদুরের নেতৃত্বে ৫৩ সদস্যের কুমিল্লা বিশ্ববিদ্যালয় গাউসিয়া কমিটি ঘোষণা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্ম নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন নাঙ্গলকোটে নকলের দায়ে ২০ শিক্ষক-শিক্ষার্থী বহিস্কার, ১জনের ৬ মাসের কারাদণ্ড কুমিল্লা কটকবাজার সীমান্তে প্রায় ৩০ লক্ষ টাকার ভারতীয় বাজি আটক বুড়িচংয়ে মালবোঝাই অটোরিকশা খাদে পড়ে প্রাণ গেল চালকের দেবিদ্বারে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ শুরু আজ সংস্কার ও শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয় :গোলাম পরওয়ার কুমিল্লা নগরীর দিনেদুপুরে নারীকে চেতনানাশক দিয়ে কানের দুল ছিনতাই ভর্তি পরীক্ষার্থীদের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবিরের মানবিক উদ্যোগ: ফ্রি বাস সার্ভিস

কুমিল্লা আইনজীবী সহকারী সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৩৮ বার পঠিত

নেকবর হোসেন:
বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির বিশেষ সাধারণ সভা ও জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়।

গতকাল বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৩টায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় ৭নং হল রুমে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ এর মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন শেষে প্রয়াত আইনজীবী সহকারীদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন।

এতে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ হোসেন মিয়া’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মাহাবুবুর রহমান এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছির আরাফাত, কুমিল্লা জেলা পিপি এডভোকেট মোঃ কাইমুল হক রিংকু, জেলা জিপি এডভোকেট মোঃ তারেক আব্দুল্লাহ, জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট মোঃ সহিদ উল্লাহ, সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মিজানুর রহমান ও এনরোলমেন্ট সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ সফিউল্লাহ, বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রীয় পরিষদের সভাপতি মোহাম্মদ নুরু মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম প্রমুখ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- কুমিল্লা মুরাদনগর সহকারী জজ ও জার্জ ইনচার্জ এ.এইচ.এম রায়হান চৌধুরী, বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ হোসেন, সহ-সভাপতি মোঃ আবুল খায়ের খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের (কালন) ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিরা হলেন- কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট মোঃ সহিদ উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোঃ নুরুল ইসলাম, সহ-সভাপতি এডভোকেট মোঃ এরশাদুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট গাজী মোঃ নজরুল ইসলাম মানিক, ট্রেজারার এডভোকেট মোঃ মুজিবুল ইসলাম ভূঁইয়া, লাইব্রেরী সেক্রেটারি এডভোকেট মোঃ মোশাররফ হোসেন পাখী, এনরোলমেন্ট সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ সফিউল্লাহ, আইটি সেক্রেটারি এডভোকেট এ. এস. এম সাইফুল ইসলাম ও রিক্রিয়েশন সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ জহিরুল ইসলাম এবং মেম্বার অব দি ম্যানেজিং কমিটির সদস্য এডভোকেট কামরুল হাসান, এডভোকেট মোঃ মাসুদ আলম, এডভোকেট মোহাম্মদ সলিমুল্লাহ খান, এডভোকেট মোহাম্মদ শরীফ হোসেন ও এডভোকেট মোঃ ওবায়েদ উল্লাহ সরকার।

বক্তারা বলেন- আইনজীবী সহকারীদের নির্ধাতির পোশাক ও আইডি কার্ড পরিধান করে পেশাগত দায়িত্ব পালন করলে লাইসেন্স বিহীন আইনজীবী সহকারী নামধারী টাউটদের চিহ্নিত করা সম্ভব। আইনজীবী ও আইনজীবী সহকারীরা একে অপরের পরিপূরক। তাই আপনারা (আইনজীবী সহকারী) এমন কোন কাজ করবেননা যেন বিচারপ্রার্থী জনগণ প্রতারিত কিংবা হয়রানির শিকার হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD