ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল মুমু রোহান চাইল্ড কেয়ার প্রি ক্যাডেট স্কুলের কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও দোয়া মোনাজাত করেছে। বুধবার (১৬ এপ্রিল) সকালে এসব কর্মসূচির আয়োজন করে প্রতিষ্ঠানটি।
শিক্ষার্থীরা প্রথমে স্কুলের প্রধান ফটকের সামনে মানববন্ধন করে। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে ধান্যদৌল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে স্কুল চত্বরে এসে সমাপ্ত হয়। পরে এক আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মাধ্যমে কর্মসূচির শেষ হয়।
কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্কুলের অধ্যক্ষ শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মনিরুল ইসলাম, জীবন খান চৌধুরী, সুরাইয়া আক্তার, শাহিনুর আক্তার, মনির হোসেন, পপি আক্তার, সুমাইয়া খানম, নাসরিন আক্তার, আয়েশা আক্তার ও আবুল কাশেম প্রমুখ।
অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, ুফিলিস্তিনে যে মানবতা লঙ্ঘিত হচ্ছে, তা দেখে শিশুরাও ব্যথিত। তাদের মধ্যেও ন্যায় ও শান্তির বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগ।”