কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাকে ঘিরে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষার পরিবেশ যেন সুষ্ঠু ও নকলমুক্ত থাকে, সেজন্য নিয়ন্ত্রণমূলক বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুবি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। তিনি বলেন, ুভর্তিচ্ছু শিক্ষার্থীরা যেন হয়রানির শিকার না হয়, আবার পরীক্ষার স্বচ্ছতাও নিশ্চিত হয় — সেই উদ্দেশ্যেই আমরা কিছু কঠোর কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছি।”
উপাচার্য জানান, পরীক্ষার্থীরা ব্যাগসহ হলে প্রবেশ করতে পারবে। তবে ব্যাগ সঙ্গে রাখার অনুমতি দেওয়া হলেও তা হলে নির্ধারিত একটি স্থানে জমা রাখতে হবে। পরীক্ষার হলে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল, ক্যালকুলেটর, স্মার্টঘড়ি ইত্যাদি নেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
পরীক্ষার দিন কেন্দ্রে প্রবেশের সময় প্রতিটি পরীক্ষার্থীর কান, চোখ ও মুখমণ্ডল পরীক্ষা করা হবে। নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে নারী শিক্ষক দ্বারা চেকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কারো ব্যক্তিগত মর্যাদায় আঘাত না আসে।
পরীক্ষার্থীদের পরীক্ষার ১ ঘণ্টা পূর্বে কেন্দ্রে প্রবেশের অনুমতি থাকবে এবং হলে প্রবেশ করা যাবে ৩০ মিনিট আগে থেকে। নির্ধারিত সময়ের পরে কেউ হলে প্রবেশ করতে পারবে না। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যেকটি কেন্দ্রে পরিদর্শকের দায়িত্ব পালন করবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ হাকিম এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। তাঁরা পরীক্ষার নিরাপত্তা, সময়সূচি ও পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধা নিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে মোট ৩০টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ১৯ এপ্রিল সকাল ১০টায় ‘সি’ ইউনিট এবং বিকেল ৩টায় ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ২৫ এপ্রিল বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের পরীক্ষা।