নেকবর হোসেন
কুমিল্লায় গোমতী নদীর চরে অবৈধভাবে মাটি কাটতে বাধা দেওয়ায় শ্রমিকদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সদস্য আহত হয়েছেন।
শনিবার (৫ এপ্রিল) রাতে কুমিল্লার গোমতীর চরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আন্দোলনকারীরা ঘটনাস্থলে গিয়ে দুটি ভেকু, দুটি ট্রাক্টর ও তিনটি ট্রাক আটক করে। এ সময় মাটিখেকোদের আক্রমণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির কয়েকজন আহত হন। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহলদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করে।
আন্দোলনকারীরা জানান, ৫ আগস্ট ঘটার পরেও মাটিখেকোদের দৌরাত্ম্য কমেনি। আমরা দেখেছি আগস্টের বন্যায় কী পরিমাণ দুর্ভোগ আমাদের ভোগ করতে হয়েছে। আমরা চাইবো আজকের মতো অভিযান চলমান থাকবে, প্রশাসন তার সুদৃষ্টি ও সুশাসন প্রতিষ্ঠিত করবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের সদস্য সচিব রাশেদুল হাসান বলেন, শুক্রবার মহানগর কমিটির সংগঠক ইনজামুল হক রানার ওপর একদল মাটিখেকো আক্রমণ করায় ছাত্র-জনতা মাটিখেকোদের বিরুদ্ধে শনিবার রাতে অবস্থান নেয়। এতে অর্ধশত ছাত্র অংশ নেয়। এ সময় মাটি কাটতে থাকা শ্রমিকরা তাদের ওপর আক্রমণ চালায়।
গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংগঠক নুর হাসান বলেন, গোমতী নদীকে বাঁচাতে হলে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। মাটিখেকোদের জায়গা কুমিল্লায় হবে না।