1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় গোমতী নদীর অবৈধভাবে মাটি কাটতে বাধা দেওয়ায় শ্রমিকদের হামলায় আহত ৫ - Dainik Cumilla
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাঁজায় হামলার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির প্রতিবাদ ও সংহতি র‌্যালি সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণপাড়ার জাহাঙ্গীর আলম নিহত ব্রাহ্মণপাড়ায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৬৩ পরীক্ষার্থী মুরাদনগরে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ১৫৩ জন চৌদ্দগ্রামে মুন্সীরহাট পরীক্ষা কেন্দ্রে বিএনপি ও ছাত্রদলের পানি ও রুটিন বিতরণ দাউদকান্দিতে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১০৫ শিক্ষার্থী কুমিল্লায় ট্রাক-কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ২ চৌদ্দগ্রামে পানি খাইয়ে ছাগলের ওজন বাড়ানোর সময় আটক ৯ সরঞ্জামসহ ৬৮টি ছাগল জব্দ ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে ব্রাহ্মণপাড়ায় বিক্ষোভ মিছিল কুমিল্লায় নকল শিশু খাদ্য কারখানায় অভিযান: ২ লক্ষ টাকা জরিমানা-২ মাসের কারাদণ্ড

কুমিল্লায় গোমতী নদীর অবৈধভাবে মাটি কাটতে বাধা দেওয়ায় শ্রমিকদের হামলায় আহত ৫

  • প্রকাশিতঃ রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৩৭ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লায় গোমতী নদীর চরে অবৈধভাবে মাটি কাটতে বাধা দেওয়ায় শ্রমিকদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সদস্য আহত হয়েছেন।

শনিবার (৫ এপ্রিল) রাতে কুমিল্লার গোমতীর চরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আন্দোলনকারীরা ঘটনাস্থলে গিয়ে দুটি ভেকু, দুটি ট্রাক্টর ও তিনটি ট্রাক আটক করে। এ সময় মাটিখেকোদের আক্রমণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির কয়েকজন আহত হন। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহলদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করে।

আন্দোলনকারীরা জানান, ৫ আগস্ট ঘটার পরেও মাটিখেকোদের দৌরাত্ম্য কমেনি। আমরা দেখেছি আগস্টের বন্যায় কী পরিমাণ দুর্ভোগ আমাদের ভোগ করতে হয়েছে। আমরা চাইবো আজকের মতো অভিযান চলমান থাকবে, প্রশাসন তার সুদৃষ্টি ও সুশাসন প্রতিষ্ঠিত করবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের সদস্য সচিব রাশেদুল হাসান বলেন, শুক্রবার মহানগর কমিটির সংগঠক ইনজামুল হক রানার ওপর একদল মাটিখেকো আক্রমণ করায় ছাত্র-জনতা মাটিখেকোদের বিরুদ্ধে শনিবার রাতে অবস্থান নেয়। এতে অর্ধশত ছাত্র অংশ নেয়। এ সময় মাটি কাটতে থাকা শ্রমিকরা তাদের ওপর আক্রমণ চালায়।
গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংগঠক নুর হাসান বলেন, গোমতী নদীকে বাঁচাতে হলে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। মাটিখেকোদের জায়গা কুমিল্লায় হবে না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD