মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া ( কুমিল্লা ) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি জাতীয় খাদ্য উৎপাদনের অপরাধে দুই মিষ্টি দোকানিকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার ( ৫ এপ্রিল ) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা বাজারে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) সৈয়দ ফারহানা পৃথা। এ সময় পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) সৈয়দ ফারহানা পৃথা বলেন, নানা অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান আছে। এরই অংশ হিসেবে উপজেলার চান্দলা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও নানা অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় দুই মিষ্টি দোকানিকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।