মারুফ হোসেনঃ
অদ্য ১৯ মার্চ ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে “দোয়া ও ইফতার মাহফিল”এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর সুরজিৎ সর্ববিদ্যা, ট্রেজারার প্রফেসর মো: মিজানুর রহমান, ডেপুটি কন্ট্রোলার অব এক্সাম (ইনচার্জ) জনাব মোজাম্মেল হক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার বিভিন্ন কলেজের সম্মানিত অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক কাজী মোঃ শাহপরান।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর সুরজিৎ সর্ববিদ্যা
ওনার বক্তৃতায় আমাদের প্রাত্যহিক জীবনে ধর্মীয় শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের অন্যান্য অতিথিবৃন্দও তাদের বক্তৃতায় প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। সামাজিক সম্প্রীতি ও মেলবন্ধন গড়ে তোলার ক্ষেত্রে ধর্মীয় শিক্ষার গুরুত্বের কথা বিশেষভাবে তুলে ধরেন।
অতিথিবৃন্দের বক্তৃতার শেষে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া পাঠ করেন মাওলানা মোহাম্মদ ওবাইদুল্লাহ, তিনি তার দোয়ায় মুসলিম উম্মাহসহ সারা বিশ্বের সকলের জন্য বিশেষভাবে দোয়া করেন। সেই সাথে তিনি ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি ও অগ্রগতির জন্যও বিশেষভাবে মোনাজাত করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আগত সম্মানিত অতিথিবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। পুরো অনুষ্ঠান আয়োজনের কার্যনির্বাহী পরিষদে ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক কিশোয়ার জেরিন, আসমা আক্তার, ফারজানা তাবাসসুম রিমু এবং আব্দুল্লাহ আল মারুফ।