গাজী জাহাঙ্গীর আলম জাবির। ।
ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
ফ্রন্টের জেলা সভাপতি মাওলানা মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মাওলানা স উ ম আবদুস সামাদ।
বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাত, কুমিল্লার সাধারণ সম্পাদক খাদেম মোঃ ফিরোজ, ফ্রন্টের জেলা সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা কাজী মোঃ আবুল বাশার আল কাদেরী, মোঃ আবু বকর, জাকের পার্টি কুমিল্লা মহানগর সহ-সভাপতি মোঃ আবুল কাশেম, অধ্যক্ষ মাওলানা মোঃ সফিকুল আমিন পাটোয়ারী, মাওঃ শেখ সাদী আবদুল্লাহ সাদকপুরী, মোঃ রুহুল আমিন রেজভী, ডঃ মাওঃ সাইদুল ইসলাম সরকার, ফ্রন্টের মহানগর সভাপতি মাওলানা কাজী আবু ছালেহ, আবুল খায়ের রেজভী , পীর আলহাজ্ব মোঃ ইউনুছ বখশী গাফফারি।
আলহাজ্ব মোঃ মাছুম বিল্লাহ মিয়াজীর উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা মোঃ আমিনুল ইসলাম আকবরী, সাংবাদিক গাজী জাহাঙ্গীর আলম জাবির, মাওঃ মোঃ রফিকুল ইসলাম আনসারী, মোঃ তাবারুক হোসাইন,কাজী জাইদুল ইসলাম ইসহাক, ডাঃ মোঃ আবু হানিফ, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মোঃ রুহুল আমিন শাহপুরী, উপাধ্যক্ষ ফরাজ কামাল সহ আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনা এবং বাংলাদেশ ইসলামী মহিলা ফ্রন্টের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ আবদুস সামাদ বলেন, বদর দিবসের ত্যাগ ও শিক্ষা গ্রহণ করে সুন্নি দর্শন বাস্তবায়ন করতে হবে। তিনি, তরিকতপন্থী সুন্নি - সূফী মাজার, দরবার ও খানকায় ঐক্যবদ্ধ রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাধ্যমে জাতীয় এবং দ্বীন ও মিল্লাতের স্বার্থে এক হয়ে আগামীর পথ চলা ও রূপরেখা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।