মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃষি জমি নষ্ট করে অবৈধ খননযন্ত্র (ড্রেজার মেশিন) দিয়ে মাটি উত্তোলনের অভিযোগে মো. বছির (৩৪) নামে এক ব্যাক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই ড্রেজার মেশিনের ৬শ ফোট পাইপ বিনষ্ট করা হয়। গতকাল রোববার বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের কলেজপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এসময় উপসহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা কান্তি দেবনাথ ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে মাটি উত্তোলন ও ব্যবসার অভিযোগে উপজেলার মাধবপুর ইউনিয়নের কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন মালিককে ভ্রাম্যমাণ আদালতে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ওই ড্রেজার মেশিনের প্রায় ৬শ ফোট পাইপ বিনষ্ট করা হয়েছে।
তিনি বলেন, অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত আছে।