1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন ও ফায়ার সার্ভিসেরের অগ্নি নির্বাপন মহড়া - Dainik Cumilla
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা ট্রমা হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ আমার পরিচয়ে কেউ তদবির-চাঁদাবাজি করলে আইনি ব্যবস্থা নিন: আবু রায়হান দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক দেশ গড়তে যোগ্য ও সৎ মানুষের বিকল্প নেই…ডক্টর এডভোকেট মোবারক হোসাইন ব্রাহ্মণপাড়ার সালদানদী বিজিবির অভিযানে দুই ভারতীয় নাগরিক আটক ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিন মালিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা, ৬শ ফোট পাইপ বিনষ্ট কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ কুমিল্লায় ১২ মামলার আসামি ইয়বাসহ গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাচ্ছে প্রায় ৩৭ হাজার শিশু চৌদ্দগ্রামে পরিবারের সাথে অভিমানে বিষপানে গৃহবধূর আত্মহত্যা দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশাচালক নিহত

ব্রাহ্মণপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন ও ফায়ার সার্ভিসেরের অগ্নি নির্বাপন মহড়া

  • প্রকাশিতঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৩ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উপলক্ষে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এসব অনুষ্ঠান আয়োজন করা হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন। তিনি দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতির গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জাহিদ হাসান, বুড়িচং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা কফিল উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোসা. রুনাক জাহান প্রমুখ। এছাড়া বিভিন্ন দপ্তরের প্রধান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে, বুড়িচং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ভূমিকম্প এবং প্রাকৃতিক দুর্যোগে আটকে পড়া লোকজনকে উদ্ধার ও অগ্নি নির্বাপনসহ বিভিন্ন কার্যক্রমের মহড়া প্রদর্শন করেন।
এ ছাড়া তাঁরা শিক্ষার্থী এবং স্থানীয় লোকজনকে দুর্যোগকালীন প্রাথমিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় ধারণা প্রদান করেন। এ সময় তাঁরা দুর্যোগ পরিস্থিতিতে উদ্ধার কাজ, নিরাপত্তা ব্যবস্থা এবং সঠিক প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে ব্যাপক প্রশিক্ষণ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, এ অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি এবং সচেতনতা বৃদ্ধি পায়, যা ভবিষ্যতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সহায়ক হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD