মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের জামুকরা গ্রামের ইউনুছ মিয়ার পরিবারকে জামায়াতে ইসলামী’র পক্ষ থেকে একটি নতুন ঘর উপহার দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী এই উদ্যোগের মাধ্যমে জামায়াতে ইসলামী তাদের মানবিক দায়িত্ব পালন করেছে এবং একটি অস্বচ্ছল পরিবারের জন্য সুরক্ষিত আশ্রয়ের ব্যবস্থা করেছে। জামায়াতের এ উদ্যোগটি বেশ প্রশংসা কুড়িয়েছে স্থানীয় সচেতন মহলের। সুবিধাভোগি পরিবারের পক্ষ থেকে জামায়াতের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার বাতিসা ইউনিয়নের জামুকরা গ্রামে সুবিধাভোগীর বাড়ীতে ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলা আমীর মু. মাহফুজুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাতিসা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাইয়্যেদ রাশিদুল হাসান জাহাঙ্গীর, সেক্রেটারি মোতাহার হোসেন মোল্লা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ উদ্যোগের ফলে অসহায় ইউনুছ মিয়ার পরিবার একটি নতুন আশ্রয়স্থল পেয়েছে। যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে বেশ সহায়ক ভ‚মিকা পালন করবে। জামায়াতে ইসলামী’র এই কার্যক্রম সমাজের অন্যান্য শ্রেণি-পেশার মানুষের কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছাবে। যারফলে মানবিক সহায়তা ও ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমে সমাজে একটি বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব হবে ইনশাআল্লাহ। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন উপস্থিত জামায়াত নেতৃবৃন্দ।