সাকলাইন যোবায়ের
মুসলমানদের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান মাসের প্রথম জুমাতে শুক্রবার
কুমিল্লা নগরীর মসজিদ গুলোতে ধর্মপ্রাণ
মুসুল্লীদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে কান্দির পাড় কেন্দ্রীয় জামে মসজিদের তিনতলা মুসল্লীগণ নামাজ পড়ার জন্য জায়গা না পেয়ে পূর্ব দিকের পুরো রাস্তায় জামাত পড়তে হয়। এমনকি জামাতের লাইন এত দীর্ঘ হয় যে তা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ পর্যন্ত পৌঁছে যায় এবং পশ্চিম দিকে টাউনহল গেইট পর্যন্ত জামাতের কাতার দেখা যায়। কুমিল্লা নগরীর প্রাণকেদ্র কাদির পাড় জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ ক্বারী মোহাম্মদ ইব্রাহিম নামাজের ইমামতি ও খুতবা পাঠ করেন। মসজিদগুলো মুসুল্লীদের ভিড়ের
কারনে জায়গা ছিল না। কুমিল্লা নগরীর প্রানকেন্দ্র কান্দিরপাড় জামে মসজিদের দিত্বীয় তলা ও ৩য় তলাও ছিল পরিপূর্ন। রমজানের প্রথম জুমাতে নগরীর কানায় কানায় মুসুল্লী অনেক মুসুল্লীদের মসজিদেও ভিতর জায়গা না
পাওয়ার দরুন রাস্তার উপর তিরপল ও জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করতে হয়েছে। দারোগাবাড়ী হজরত শাহ্ হাফেজ আবদুল্লাহ আলক্বাদেরী (রা.) মাজার শরীফ সংলগ্ন মসজিদ মুসুল্লীদের অধিকসংখ্যক ভীড় দেখা যায়। শাহপুর দরবার শরীফে গাউসে জামান হজরত শাহ্ নুরুদ্দীন আলক্বাদেরী বন্দীশাহ্ (রা.) মাজার, শাহপুর দরবার শরীফে ও প্রতিষ্ঠাতা গাউসে জামান হজরত শাহ সুফি আবদুস্ সোবহান আলক্বাদেরী (রা.) মাজার মাজার মসজিদে এবং কালিয়াজুড়িতে হজরত শাহ্ আইনউদ্দীন (রাঃ) মাজার মসজিদে প্রচন্ড ভীড় লক্ষ্য করা গেছে। এছাড়া নগরীর কালিয়াজুড়ি মাজার সংলগ্ন মসজিদ,ছাতিপট্টি মসজিদ, শাহসুজা মসজিদ, জানুমিয়ার মসজিদ, কাটাবিল জামে মসজিদ, পুলিশলাইন মসজিদ, চকবাজার আলীয়া মাদ্রাসা জামে মসজিদ এবং বখশিয়া দরবার সংলগ্ন মসজিদে ভীড় লক্ষ্য করা যায়। মসজিদগুলোতে আল্লাহর রহমত কামনা করে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।