মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
জন্ম ও মৃত্যু নিবন্ধন বিশেষ সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দশ দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। সর্বসাধারণের জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন সম্পন্ন করার লক্ষ্যে গতকাল রোববার (২ মার্চ) থেকে উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে একযোগে ক্যাম্পেইন শুরু হয়েছে।
ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধনের অস্থায়ী ক্যাম্পেইন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এসময় ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান স্ব-স্ব অস্বায়ী ক্যাম্প পরিদর্শন করে সেবার তদারকি করছেন।
দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান রিপন ভূইয়া বলেন, ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে গতিশীল করার জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বিশেষ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। এতে জনগনের যেমন উপকার হচ্ছে তেমনি ইউনিয়ন পরিষদের কাজও ত্বরান্নিত হচ্ছে।
ইউএনও মাহমুদা জাহান বলেন, জন্ম ও মৃত্যু সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডুকুমেন্ট। সরকার আইন করে জন্ম ও মৃত্যু সনদ সবার জন্য বাধ্যতামুলক করেছেন। অনেক অসচেতন মানুষ বাচ্চা, জন্ম গ্রহন বা মা-বাবা, ভাই-বোন মৃত্যুর পরও নিবন্ধন করে না। এসকল সনদ সব ক্ষেত্রে গুরুত্ব বহন করছেন।
তিনি বলেন, এই ক্যাম্পেইনে আমাদের দুটি উদ্দেশ্য রয়েছে। একটি হচ্ছে অল্প সময়ের মধ্যে সেবা প্রদান ও অপরটি হচ্ছে সচেতনতা বৃদ্ধি। এসকল সেবা প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের দৈন্দিন কাজের একটি অংশ।