1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লার সাবেক মেয়র সূচনার ব্যাংক হিসাব জব্দ: দুর্নীতির অভিযোগে তদন্ত - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

কুমিল্লার সাবেক মেয়র সূচনার ব্যাংক হিসাব জব্দ: দুর্নীতির অভিযোগে তদন্ত

  • প্রকাশিতঃ বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৫০ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার নামে থাকা একটি ফ্ল্যাটসহ জমি জব্দ এবং নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে সোমবার (৩ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহীম মিয়া এই আদেশ দেন। দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, তাহসীন বাহারের ব্যাংক হিসাবে মোট ১ কোটি ৫৯ লাখ ২৫ হাজার ৬৩৫ টাকা রয়েছে। এছাড়া, জব্দকৃত ফ্ল্যাটটি রাজধানীর উত্তরায় অবস্থিত।
আবেদনে আরও বলা হয়েছে, কুমিল্লার মেয়র থাকাকালীন তাহসীন বাহার তার ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ৩ কোটি ৪ লাখ ৫০ হাজার ৭৭০ টাকার সম্পদ অর্জন করেন, যা তার ঘোষিত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এছাড়া, তার নামে থাকা ১৬টি ব্যাংক হিসাবে ৪২ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ১৯৩ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব অর্থ অবৈধভাবে অর্জিত এবং বিভিন্ন মাধ্যমে স্থানান্তরিত হয়েছে বলে দুদকের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে।
তদন্ত চলাকালীন তাহসীন বাহারের সব সম্পদ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে, এখন পর্যন্ত শনাক্তকৃত সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর রোধ করতে আদালত এই জব্দ ও অবরুদ্ধের আদেশ দেন।
উল্লেখ্য, তাহসীন বাহার সূচনা কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র ছিলেন। তার বাবা আ. ক. ম. বাহাউদ্দিন বাহার কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজনীতিতে যুক্ত হন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD