সাকলাইন যোবায়ের ।।
কুমিল্লায় ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে বিনামূল্যে ডায়াবেটিস পরিক্ষা ও ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে। শনিবার (১ মার্চ) সকালে কুমিল্লা ডায়াবেটিস পরিক্ষা কর্মশালার উদ্ধোধন করেন কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মো. মোস্তাক মিয়া। এসময় উপস্থিত ছিলেন ডায়াবেটিস রোগের সিনিয়র কনসালটেন্ট ডা. অজিত কুমার পাল, সিনিয়র কনসালটেন্ট গাইনি ডা. দিলরুবা আক্তার,ডায়াবেটিস সমিতির কোষাদক্ষ নুরে আলম ভূইয়া,হাসপাতালের নির্বাহী কর্মকর্তা এ জেড এম আফজাল,সিনিয়র কনসালটেন্ট ডা. শাহ আলম,সিনিয়র এসএমও ডা. তৌফিক উন নবী খান লিটন,ডা.লুবনা ইয়াসমিন, ডা. মোসলেম মিয়া, ডা. ফেরদৌসী, ইনডোর ইনচার্জ আহমেদ জোরফান বেলাল ও মো. আক্তার হোসেন প্রমূখ।
আলোচনা সভায় বিএনপির কুমিল্লা বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মো. মোস্তাক মিয়া বলেন, নিয়মতান্ত্রিক জীবন যাপন করলে ডায়াবেটিস নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই। আমাদের দেশের ডায়াবেটিস রোগীরা আগের তুলনায় এখন বেশি সচেতন ভাবে জীবন যাপন করে.