নিজস্ব প্রতিবেদক, লাকসাম
২৮ ফেব্রুয়ারি ২০২৫
পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে, রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে লাকসাম উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামী এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল আয়োজন করে।
শুক্রবার সকালে লাকসাম পৌর জামায়াতের আমীর জয়নাল আবেদীন পাটোয়ারী ও উপজেলা আমীর হাফেজ জহিরুল ইসলামের নেতৃত্বে মিছিলটি হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে থেকে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ব্যাংক রোড চত্বরে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
পৌর জামায়াতের আমীর জয়নাল আবেদীন পাটোয়ারী বলেন, "রমজানের পবিত্রতা রক্ষা করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং পানাহার থেকে বিরত থাকলে রমজানের মাহাত্ম্য অক্ষুণ্ন থাকবে।"
ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "আপনারা দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার ব্যবস্থা করুন। দুপুরের পর থেকে ইফতারির প্রস্তুতি নিন এবং দিনের বেলায় খাবারের দোকান বন্ধ রাখুন। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে রমজানের পবিত্রতা বজায় রাখা সম্ভব হবে।"
উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম বলেন, "মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাস। এ মাসের সঠিক মর্যাদা রক্ষা করতে হলে ত্যাগ ও ধৈর্যের সাথে ইবাদতে মনোযোগী হতে হবে।" তিনি সবাইকে ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান জানান।
মিছিলে আরও উপস্থিত ছিলেন পৌর সেক্রেটারি মাওলানা শহিদুল্লাহ, উপজেলা সেক্রেটারি জোবায়ের ফয়সাল, সহ-সেক্রেটারি নিজাম উদ্দিন মহসিন, পৌর সহ-সেক্রেটারি নুরে আলম, পৌরসভা জামায়াতের কর্মপরিষদ সদস্য আবু জাফর মোহাম্মদ সালেহ, আব্দুল কাহার, ৩নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রহমান, আবু বকর জাহিদসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও নেতাকর্মীরা।
সমাবেশ শেষে নেতারা রমজানের পবিত্রতা রক্ষার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।