সাফায়েত উল্লাহ মিয়াজী :
নাঙ্গলকোটের উত্তর মাহিনী এলাকাবাসীর উদ্যোগে বালা-মছিবত ও রোগ-বিমার থেকে হেফাজতের জন্য ৭ম বার্ষিক বড় শাফা খতম বুধবার সকালে উত্তর মাহিনী লতিফিয়া এনামিয়া মহিলা দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উত্তর মাহিনী লতিফিয়া এনামিয়া মহিলা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আলিম উদ্দিন লতিফির সঞ্চালনায় বড় শাফা খতমে বক্তব্য রাখেন মীরসরাই দরবারের পীর মাওলানা মেজবাহুল ইসলাম লতিফি, বিএনপি নেতা কাজী শাহ আলম, সাবেক ইউনিয়ন পরিষদ মেম্বার ইসহাক হাজারী, নাঙ্গলকোট উপজেলা মডেল মসজিদ খতিব মাওলানা আব্দুল কাইয়ুম মজুমদার, মাদরাসা শিক্ষক কুতুবউদ্দিন, মাওলানা ইসমাইল হোসেন প্রমুখ। বড় শাফা খতমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ নেতৃবৃন্দ ও সদস্য বৃন্দ।
বড় শাফা খতম শেষে এলাকাবাসীর বালা-মছিবত ও রোগ-বিমার থেকে হেফাজতের জন্য দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মীরসরাই দরবারের পীর মাওলানা মেজবাহুল ইসলাম লতিফি।