1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
লাকসামে বিএনপি'র পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ: আহত ২ - Dainik Cumilla
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা ট্রমা হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ আমার পরিচয়ে কেউ তদবির-চাঁদাবাজি করলে আইনি ব্যবস্থা নিন: আবু রায়হান দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক দেশ গড়তে যোগ্য ও সৎ মানুষের বিকল্প নেই…ডক্টর এডভোকেট মোবারক হোসাইন ব্রাহ্মণপাড়ার সালদানদী বিজিবির অভিযানে দুই ভারতীয় নাগরিক আটক ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিন মালিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা, ৬শ ফোট পাইপ বিনষ্ট কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ কুমিল্লায় ১২ মামলার আসামি ইয়বাসহ গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাচ্ছে প্রায় ৩৭ হাজার শিশু চৌদ্দগ্রামে পরিবারের সাথে অভিমানে বিষপানে গৃহবধূর আত্মহত্যা দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশাচালক নিহত

লাকসামে বিএনপি’র পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ: আহত ২

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৭ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার লাকসামে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানিয়ে দেয়ালে সাঁটানো পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। পোস্টার ছিঁড়তে বাধা দেওয়ায় দুজনকে পিটিয়ে আহত করা হয়। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাকই ইউনিয়নের বিজরা পরানপুর তুলাতলি মার্কেট এলাকায়।
স্থানীয় ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি তুলাতলি এলাকার জোবায়ের হোসেন জানান, সোমবার সন্ধ্যা থেকে ওই এলাকায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানিয়ে ড. রশিদ আহমেদ হোসাইনীর পক্ষে পোস্টারিং করা হয়। ওই সময়ে একই এলাকার চৈতি কালাম গ্রুপের যুবদল কর্মী রিপন ও জাহাঙ্গীর পোস্টার সাঁটাতে বাধা দেয়। পরে স্থানীয় বিএনপি নেতা অধ্যাপক আবুল হোসেন বিষয়টি সমাধা করে দেন। আজ (মঙ্গলবার) সকালে চৈতি কালাম গ্রুপের যুবদল কর্মী রিপন ও জাহাঙ্গীর তুলাতলি মার্কেট এলাকায় সাঁটানো তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আহ্বানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক, সাবেক ডাকসু সদস্য ডক্টর রশিদ আহমেদ হোসাইনীর ছবি সম্বলিত পোস্টারগুলো ছিঁড়ে রাস্তায় ফেলে দেয়। এ সময় পোস্টার ছিঁড়তে বাধা দিলে স্থানীয় দোকানী খোকন মিয়া (৫৫) ও আক্কাস মিয়াকে (৪৫) রুটি তৈরির বেলুন দিয়ে পিটিয়ে আহত করে তারা। এতে খোকন মিয়ার মাথা ফুলে যায় এবং আক্কাস মিয়ার হাতে আঘাত পান। এ সময়ে রিপন ও জাহাঙ্গীর উচ্চস্বরে বলতে থাকে এই এলাকায় চৈতি কালাম ছাড়া অন্য কারো রাজনীতি চলবে না।
এ বিষয়ে ডঃ রশিদ আহমেদ হোসাইনী বলেন, আমরা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এলাকায় পোস্টারিং করি। কিন্তু পোস্টার লাগানোর সময় কিছু লোক ‘আমরা কালাম ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ’ বলে পোস্টারিংয়ে বাঁধা দেয়। আজ (মঙ্গলবার) সকালে আমার পোস্টারগুলো তারা ছিঁড়ে ফেলে। পোস্টার ছিঁড়তে বাঁধা দেয়ায় দুজনকে আহত করা হয়েছে। আমি প্রশাসন এবং ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে এর বিচার চাই।
এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্য লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আবুল কালামের (চৈতি কালাম) মুঠো ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD