কুমিল্লায় র্যাবের অভিযানে বিপুল পরিমানে ভারতীয় আতশবাজীসহ গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার ।।
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১১, সিপিসি-২ কুমিল্লার আভিযানিক দল (১২ মার্চ) গভীর রাতে জেলার লাকসাম থানাধীন মুদাফরগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ২,৩১,০০০ (দুই লক্ষ একত্রিশ হাজার) পিস ভারতীয় আতশজবাজী’সহ দুইজন চোরাকারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত চোরাকারবারিরা হলোঃ কুমিল্লার জেলার লাকসাম থানার কোন্ডা (উত্তরপাড়া) গ্রামের মৃত মোস্তফা এর ছেলে মোঃ শফিক (৩২) এবং একই জেলার মনোহরগঞ্জ থানার জলিপুর (মাইজপাড়া) গ্রামের মোঃ দুলাল মিয়া এর ছেলে মোঃ জিয়াউর রহমান (৩৫)। এসময় চোরাচালান কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।
র্যাব ১১ কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান,প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত চোরাকারবারিদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত ইজিবাইক ব্যবহার করে পার্শ্ববর্তী দেশ ভারত হতে আতশবাজী’সহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য-সামগ্রী বাংলাদেশে আনয়ন করে কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার লাকসাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চোরাচালানের বিরুদ্ধে র্যা বের অভিযান অব্যাহত থাকবে।