নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার লাকসাম প্রেসক্লাব আয়োজিত ভাষা সৈনিক সাংবাদিক আব্দুল জলিল স্মৃতি হোন্ডা-ফ্রীজ কাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে ট্রাইবেকারে
লালমাইয়ের বেলঘর স্পোর্টিং ইউনিয়নকে ৩-২ গোলে হারিয়ে চট্টগ্রাম টাইগারপাস সেভেন স্টার ক্লাব জয়লাভ করেছে। ম্যাচ সেরা নির্বাচিত হন বেলঘর স্পোর্টিং ইউনিয়নের মেহেদী হাসান।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে লাকসাম স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও লাকসাম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী।
সাংবাদিক নুর উদ্দিন জালাল আজাদের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন, ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুল কাদের, ইসমাইল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মান্নান, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম শাহীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আফরাতুল করিম রিমু, সমাজ কল্যাণ সম্পাদক ওমর ফারুক, সদস্য শহিদুল ইসলাম, আব্দুর রশিদ, কামরুজ্জামান রিয়াদসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ। হাজারো দর্শক খেলাটি উপভোগ করেন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, আরিফুর রহমান। সহকারী হিসেবে ছিলেন, দেলোয়ার হোসেন, বেলাল হোসেন।
ম্যাচে চতুর্থ রেফারি ছিলেন, এনায়েত উল্লাহ হেজাজি। ম্যাচ কমিশনার ছিলেন, আফরাতুল করিম।
টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে লাকসামের গাজীমুড়া আল-আমিন স্পোর্টিং ক্লাব বনাম বরুড়া বর্ণমালা একাডেমি এবং দ্বিতীয় সেমিফাইনালে সোনাইমুড়ী খেলোয়াড় কল্যাণ সমিতি ও চট্টগ্রাম টাইগারপাস সেভেন স্টার ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে।