1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার দেবিদ্বারে ১৪টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা-৯ নির্বাচনি আসন পুনর্বহাল ও খসড়া বাতিল দাবিতে মহাসড়ক অবরোধ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নাঙ্গলকোটে বিএনপির বিজয় র‌্যালী বুড়িচংয়ে মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত: অভিযুক্ত ২ জন গ্রেপ্তার নাঙ্গলকোটে ইউপি সদস্য আলাউদ্দিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন আগামী দিনের বাংলাদেশ কীভাবে চলবে তা নির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরাই ঠিক করবেন: ডা. জাহিদ হোসেন জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল

কুমিল্লার দেবিদ্বারে ১৪টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৮ বার পঠিত

নেকবর হোসেন প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে ১৪টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি এসব সংযোগে ব্যবহৃত প্রায় ১ হাজার ৮০০ ফুট পাইপ উত্তোলন করে জব্দ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম। এতে বাখরাবাদ গ্যাস ডিসট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে প্রায় ৭/৮ জন শ্রমিক অংশগ্রহণ করেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার এলাকার বড় আলমপুর গ্রামে এই উচ্ছেদ অভিযান চলে। তবে সংযোগ বিচ্ছিন্নের ফলে সাধারণ গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা লক্ষ্য করা গেছে। তবে কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

কুমিল্লা বাখরাবাদের উপব্যবস্থাপক (ভিজিলেন্স) মো. জাহাঙ্গীর বাদশা এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৪টি পরিবার গত কয়েক বছর ধরে একটি অসাধু চক্র এই অবৈধ উপায়ে গ্যাসলাইন টেনেছে। এসব অবৈধ লাইন উচ্ছেদ করা হয়েছে। ১৪টি লাইনের ১ হাজার ৮০০ ফুট পাইপ জব্দ করা হয়েছে।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, কুমিল্লা বাখরাবাদের ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপক কিরণ শংকর পাল (ইএস), ব্যবস্থাপক (ভিজিলেন্স) মো. সেলিম খান, উপ ব্যবস্থাপক (রাজস্ব) আনিছুর রহমান, দেবিদ্বার বাখরাবাদের ডিস্ট্রিবিউশনের ইনচার্জ মোস্তাফিজুর রহমান, দেবিদ্বার থানার এএসআই বাকেরসহ একদল পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন।
অবৈধ গ্যাস সংযোগের গ্রাহকরা বলেন, অফিসের কিছু লোকদের সাথে যোগাযোগ করে গ্যাস লাইনের সংযোগ পাই, কিছুদিন বিলও পরিশোধ করেছি। অনলাইনে আমাদের নামও রয়েছে। তাহলে গ্যাস ডিসট্রিবিউশন কোম্পানি কীভাবে অনলাইনে আমাদের নাম তুলল কেন ? আমাদের কে বিল বই দিল? গত এক বছর আগে অফিস থেকে বলা হয়েছে আর যেন বিল না দেই। এরপর থেকে আর বিল দেওয়া হয়নি। আমাদের আমাদের ব্যক্তিগত প্রায় ২ লক্ষ টাকায় কেনা পাইপ নিয়ে গেছে। আমরা বৈধ উপায়ে গ্যাস সংযোগ চাই।

এ ব্যাপারে দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, সুনিদিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ১৪টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এক শ্রেণীর কথিত ঠিকাদার অবৈধভাবে গ্রাহকদের গ্যাস লাইন সংযোগ দিয়ে গ্রাহকদের সাথে প্রতারণা করছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD